Friday, October 16, 2020

বাংলাদেশের শাড়ি

আমি শাড়ি পরতে ভালোবাসি। এককালে ঝোঁকের বশে প্রচুর শাড়ি কিনেছি। মিনিমালিস্ট হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ঝোঁক কমিয়েছি। তার মানে এই না যে আমি শাড়ি কিনবো না। মিনিমালিজম কনসেপ্টটা অনেকে ভুল বোঝেন। তারা মনে করেন মিনিমালিজম মানে কৃচ্ছতা। আমার কাছে মিনিমালিজম মানে পরিমিতি। কনজিউমারিজমের পাগলা ঘোড়ার পিঠ থেকে নেমে বুঝেশুনে পা ফেলা, অপচয় কমানো হচ্ছে মিনিমালিজম। ফাস্ট ফ্যাশনের এই যুগে আমি স্লো ফ্যাশনে যেতে আগ্রহী। তাই যা-ই কিনি ভেবেচিন্তে কিনি, আমার ও অন্যের জীবনে এবং প্রকৃতিতে তার প্রভাব কী তা ভাবি। সে হিসেবে একজন বাঙালির আলমারিতে বাংলাদেশের কোন কোন শাড়ি অন্তত একটা থাকলে ক্ষতি নেই এমন শাড়ির তালিকা বানাচ্ছি। কিছু বাদ পড়ে থাকলে মন্তব্যের ঘরে যোগ করে দেবেন দয়া করে।

  1. জামদানি
  2. মণিপুরি
  3. নকশি কাঁথা
  4. এন্ডি সিল্ক
  5. এন্ডি কটন
  6. কোটা
  7. কটকি
  8. তাঁতের সুতি
  9. খেস
  10. টাইডাই
  11. মোমবাটিক
  12. ভেজিটেবল ডাই
  13. যশোর স্টিচ
  14. ব্লক
  15. গামছা
  16. বিপ্লাস
  17. জুম
  18. হ্যান্ডপেইন্ট
  19. সিল্ক মসলিন
  20. প্রিন্টেড পিওর সিল্ক
  21. কাতান

No comments:

Post a Comment