Monday, April 1, 2019

বাড়ি ফেরা

লতা ছুটিতে বাড়ি গেলে ফিরতে চাইত না। নানান বাহানা করত। টাকাপয়সা ফুরিয়ে গেলে ফিরত অসুখবিসুখ নিয়ে হাড় জিরজিরে হয়ে। ঢাকায় থাকলে ও সুস্থ থাকত, ভালো খেতে পরতে পারত, স্কুলে যেতে পারত। এত 'আরামে' থেকেও কেন ও বাড়ি যেতে চাইত বুঝতাম না। এখন বুঝি। শুরুতে আমার হোমসিকনেস দেখে এখানে প্রফেসররা সহানুভূতি জানাত, পড়ার ছলে ক্লাসে গল্প করত মানুষের অভ্যস্ততা, সাংস্কৃতিক শেকড় নিয়ে। ক্লাসের কেউ কেউ ঝলমলে চাহনি দিয়ে বলত আমি কানাডায় থেকে গেলে কত ভালো হবে। ভালো মনেই বলত। কানাডা ছেড়ে কেন আমি বাংলাদেশে ফিরতে চাই এটা কেউ বুঝে না। বাঙালি অবাঙালি কেউই না। যেমনটা আমি বুঝতাম না লতা কেন ঢাকা ছেড়ে বাড়ি ফিরত।