সকালে উঠে বাসায় কথা বলেছি। তারপর হাত-মুখ ধুয়ে সারাদিনের রুটিন বানিয়েছি, খাবার তৈরি করেছি, বাসা পরিষ্কার করেছি, এক্সারসাইজ করেছি, তারপর কাজে বসেছি। বেশি না। দশটা কাজ। পড়ার কাজ, অফিসের কাজ, ব্যক্তিগত কাজ। ইলেকটিভ কোর্সের ঝামেলা এখনো মেটে নাই। মেইল চালাচালি চলছে দশদিকে। অন্য সময় হলে প্যানিক করতাম। এখন প্যানিক করারও সময় নাই। নিজেকে বুঝিয়েশুনিয়ে কাজে বসিয়ে রাখা লাগছে। গত সাত মাসে অসংখ্যবার এমন হয়েছে যে আমার হঠাৎ মনে হয়েছে, আমি এখানে কেন? আমার কি এখানে থাকার কথা? স্ট্রেসে কতকিছু ভুলে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। তাও যে টিকে আছি এটাই সবথেকে বড় প্রাপ্তি।
No comments:
Post a Comment