Monday, March 19, 2012

এলোদাগ

কিছু হুটহাট আঁকা। হাতের কাছে যা ছিলো তাই দিয়ে।

মোমরঙ দিয়ে আমার প্রতিকৃতি

এটাও আমি। রঙপেন্সিলে।

এটা এক বন্ধুর জন্মদিনের উপহার। মোমরঙে করে ফটোশপ।

কলম আর সাইনপেনে।

হাতের কাছে গোলাপি পেন্সিল ছিলো না। তাই সত্যিকারের লিপগ্লস দেওয়া হয়েছে ঠোঁটে।

আলুজাত এক পণ্যের জন্য খসড়া নকশা। সাইনপেনে করা।

অফিসে বসে ডায়েরির মলাটে পার্মানেন্ট মার্কারে আঁকা। পরে রঙ করা।

অ্যাক্রেলিক কালার দিয়ে মগের ভোলবদল।

No comments:

Post a Comment