গানের কথা:
Hey there, people, I'm Bobby Brown
They say I'm the cutest boy in town
My car is fast, my teeth is shiney
I tell all the girls they can kiss my heinie
Here I am at a famous school
I'm dressin' sharp 'n' I'm actin' cool
I got a cheerleader here wants to help with my paper
Let her do all the work 'n' maybe later I'll rape her
Oh God I am the American dream
I do not think I'm too extreme
An' I'm a handsome son of a bitch
I'm gonna get a good job 'n' be real rich
Women's Liberation
Came creepin' all across the nation
I tell you people I was not ready
When I fucked this dyke by the name of Freddie
She made a little speech then,
Aw, she tried to make me say "when"
She had my balls in a vise, but she left the dick
I guess it's still hooked on, but now it shoots too quick
Oh God I am the American dream
But now I smell like Vaseline
An' I'm a miserable son of a bitch
Am I a boy or a lady, I don't know which
So I went out 'n' bought me a leisure suit
I jingle my change, but I'm still kinda cute
Got a job doin' radio promo
An' none of the jocks can even tell I'm a homo
Eventually me 'n' a friend
Sorta drifted along into S&M
I can take about an hour on the tower of power
'Long as I gets a little golden shower
Oh God I am the American dream
With a spindle up my butt till it makes me scream
An' I'll do anything to get ahead
I lay awake nights sayin', "Thank you, Fred!"
Oh God, oh God, I'm so fantastic!
Thanks to Freddie, I'm a sexual spastic
And my name is Bobby Brown
Watch me now, I'm goin down,
And my name is Bobby Brown
Watch me now, I'm goin down, etc.
বেশ কিছু স্ল্যাং আছে এখানে। যে কারণে বাজারে আসার পর আমেরিকান রেডিওতে গানটি প্রচারিত হয় নি। যে দুটি স্ল্যাংয়ের অর্থ খুঁজতে হয়েছে আমাকে সে দুটি হলো heinie (পশ্চাদ্দেশ) আর dyke (লেসবিয়ান)।
গানটি ববি ব্রাউন নামে এক ধনী সুদর্শন নারীবিদ্বেষী মার্কিন তরুণের জবানিতে গাওয়া। ববি অবলীলায় মেয়েদেরকে তার পশ্চাদ্দেশ চুম্বনের আহ্বান জানায়, কলেজের সহপাঠিনীর কাছ থেকে পড়ালেখায় সুবিধা নেওয়ার পাশাপাশি তাকে ধর্ষণের বাসনা প্রকাশ করে, নারীস্বাধীনতা আর সমকামিতার গায়ে যৌনগন্ধী কটাক্ষ লেপে দেয়। তথাপি নিজেকে চরমপন্থী ভাবে না সে। বরং নিজের অবাধ যৌনাচার নিয়ে সে গর্বপ্রকাশ করে। বিশ্বায়ন, আকাশসংস্কৃতি আর আন্তর্জালের কল্যাণে নিজের ঘরে গা এলিয়ে দেশিবিদেশি শরীর দেখার, প্রতক্ষ্য পরোক্ষ ইঙ্গিতবহ গান শোনার, সেসব নিয়ে মতপ্রকাশের সুযোগ আমাদের রয়েছে। সেই সুবাদে বন্ধুমহলে বা আন্তর্জালে অচেনা শরীর নিয়ে ইঙ্গিতবহ আলাপের চর্চা নতুন কিছু নয়। চর্চা থেকে অভ্যাস আর অভ্যাস থেকে বহুল ব্যবহারে কেউ কেউ রোজকার জীবনে ববি ব্রাউন হয়ে ওঠেন। তার কথা বা কাজ কোনো ব্যক্তিকে তার লিঙ্গপরিচয়ের ভিত্তিতে আঘাত হানতে পারে, এ ব্যাপারটা তখন হয়ত চোখে পড়ে না। ব্যাপারটা নারীপুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং পুরো ব্যাপারটাই খুব আপেক্ষিক; সম্পর্ক, পারিপার্শ্বিকতা আর প্রেক্ষাপটের উপরে অনেকাংশে নির্ভরশীল। বন্ধুমহলে চটুল মন্তব্য, এমনকি গালিও হয়ত আমার গায়ে লাগে না। কিন্তু কোনো সহকর্মী যখন কোনো নারীকে উদ্দেশ্য করে "আরে মাইয়ামানুষের কথা!" গোছের মন্তব্য করেন, তখন প্রচণ্ড অপমানিত, বিরক্ত বোধ করি। কথাটি আমাকে উদ্দেশ্য করে বলা না হলেও। "আরে, আপনাকে বলি নাই তো!", "ফাইজলামি করে বলসি" গোছের কৈফিয়তগুলো আন্তরিক হলেও অকার্যকর হয়ে পড়ে যখন আপনি আর অন্য পক্ষ "are not on the same page"।
এ ব্যাপারে ব্যক্তিগত আর সম্মিলিত ভাবনার দরকার আছে বৈকি!
No comments:
Post a Comment