বরফের মধ্যে পড়ে থাকা লক্করঝক্কর গাড়িটা-
সেই বদমাশ বেড়ালটা যে কিনা শুধুমাত্র খাওয়ার সময় হলেই ঘরের দরজায় এসে মিহি সুরে ডাকত-
দেশ থেকে ঘুরে যাওয়ার পরে আঁকা নানাভাইয়ের ছবি-
বউ-জামাইয়ের ছবি যেখানে বরকনেকে ইরানি বিয়ের পোশাকের সাথে বাঙালি অনুষঙ্গে (টিপ, নোলক, চন্দন-ফোঁটা, টোপর) সাজিয়ে দিয়েছি-
পুতুল নিয়ে বান্ধবীর সাথে মান-অভিমান-
২২ জুন ১৯৯০-এর ভয়াল ভূমিকম্পের পর বুড়োদের মুখে শুনেছিলাম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প হয়। তখনকার ছবি-
এইটা আমি। খেলনা চশমা পরে ঘুরে বেড়াচ্ছি-
এটা দেশে ফেরার পরে আঁকা। দেশি রোদ-বৃষ্টি-মেঘ আর ইরানি চিমনিওয়ালা বাড়ি। বাড়ির ছাদে অ্যান্টেনা, যেমনটা আমাদের ছিলো।
আর খাতা নাই?
ReplyDeleteআছে আরো। খুঁজেপেতে আপলোড করব নে পরে।
ReplyDelete