Pages

Tuesday, July 9, 2019

পুকুরপাড়

পুকুরপাড়ের বাসাটা খুব মনে পড়ে। আর মনে পড়ে আমার ফেলে আসা অফিস। সবটাই তো খারাপ অভিজ্ঞতা ছিলো না। ভালো মানুষ ছিলো, ভালো টাকা ছিলো। স্বপ্নে ইদানীং অফিসে যাই। প্রিয় কলিগদের সাথে দেখা করি, বসে গল্প করি। ঘুম ভেঙে মন খারাপ হয়। পুকুরপাড়ের বাসাটা মনে পড়ে। ঝকঝকে রোদের দিনগুলো, বৃষ্টিভেজা দিনগুলো, ঘর অন্ধকার করে মুভি দেখা, প্রতিরাতে মিলেমিশে পিকনিকের মতো করে রাতের খাবার, যখনতখন আড্ডা আর হাত-পা ছড়িয়ে নিঃশ্বাস নেওয়া। আমি আমার স্বপ্ন আর স্বাধীনতা কিনেছিলাম চাকরির টাকা দিয়ে। এই যে সবকিছু ছেড়েছুড়ে বিদেশে পড়তে এলাম একটা স্বপ্ন নিয়ে, তার দাম দিয়েছি আমার নিজের জীবন দিয়ে, নিজের ছোট ছোট ভালোলাগা আর অনেক ভালোবাসা বিসর্জন দিয়ে। এখানে দুঃখ করারও সময় পাই না। টিকে থাকার হিসেব আর তুমুল ব্যস্ততার মধ্যে স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে প্রতিদিন লড়তে হয়। একান্তই আমার একার লড়াই এটা। কতকিছু ছেড়েছি সে আমিই জানি শুধু।